Go Back
Book Id: 10030
আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম
Chapter: 104, হুমাযা (অপবাদ রটনাকারী)
| 
						
 মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৯, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
 | 
| 104-1 :  ধ্বংস - দুর্ভোগ এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে মানুষকে (সামনে) বিদ্রুপ করে এবং (পেছনে) নিন্দা করে,    | 
| 104-2 :  যে মাল - সম্পদ জমা করে এবং বার বার তা গণে।    | 
| 104-3 :  তার ধারণা, তার মাল - সম্পদ চিরজীবি করে রাখবে তাকে।    | 
| 104-4 :  না (তা কখনো হবেনা), তাকে অবশ্যি নিক্ষেপ করা হবে ‘হুতামায়’।    | 
| 104-5 :  তুমি কি করে জানবে ‘হুতামা’ কী?    | 
| 104-6 :  (তা হলো) আল্লাহর আগুন, যা (দাউ দাউ করে) জ্বালিয়ে রাখা হয়েছে,    | 
| 104-7 :  তা গ্রাস করবে হৃদয় সমূহকে।    | 
| 104-8 :  তা (সে আগুন) তাদের উপর (ঢাকনা দিয়ে) বন্ধ করে দেয়া হবে,    | 
| 104-9 :  উঁচু উঁচু থামে।    | 
