| 92-1 :  শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,    | 
| 92-2 :  শপথ দিবসের, যখন উহা উদ্ভাসিত হয়    | 
| 92-3 :  এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন -     | 
| 92-4 :  অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।    | 
| 92-5 :  সুতরাং কেহ দান করিলে, মুত্তাকী হইলে    | 
| 92-6 :  এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে,     | 
| 92-7 :  আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।    | 
| 92-8 :  এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,    | 
| 92-9 :  আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে,    | 
| 92-10 :  তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ।    | 
| 92-11 :  এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।    | 
| 92-12 :  আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,    | 
| 92-13 :  আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।    | 
| 92-14 :  আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।    | 
| 92-15 :  উহাতে প্রবেশ করিবে সে - ই, যে নিতান্ত হতভাগ্য,    | 
| 92-16 :  যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়।    | 
| 92-17 :  আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে,    | 
| 92-18 :  যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,    | 
| 92-19 :  এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,    | 
| 92-20 :  কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;    | 
| 92-21 :  সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।    | 
