| 111-1 :  ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।    | 
| 111-2 :  উহার ধন - সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।    | 
| 111-3 :  অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে    | 
| 111-4 :  এবং তাহার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,    | 
| 111-5 :  তাহার গলদেশে পাকান রজ্জু।    | 
