| 113-1 :  তুমি বলো  -  -  ''আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে,  -  -     | 
| 113-2 :  ''তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,    | 
| 113-3 :  ''আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে,    | 
| 113-4 :  ''আর গাঁথনিতে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে,    | 
| 113-5 :  ''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’    | 
